নতুন ঠিকানা
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজ পুরনো পথের থেকে,
কেউ ডেকো না আমাকে -
ব্যথায় ভরা গান লিখো না -
দুঃখের সুর দিও না রেখে !

গতদিনের স্মৃতি ছিল যাতে -
সেই গান আমার বিস্মৃতিতে !
আজ নতুন গন্তব্য আমার -
দুঃখের সাকিন ভুলেই যাওয়ার ..
না আছে আজ সেই মন আমার
নেই আশা
আজ প্রেম ফিরে পাওয়ার -

ভেঙ্গে গেছে সব প্রেমের বাঁধন
এখন আমি সব শৃঙ্খলহীন -
মনের আয়নাতে প্রেমকামনার
এখন কোনো চিত্র নেই !
তাই আমি এখন স্বাধীন --
তাই আমি এখন কলঙ্কহীন !

জীবন এখন বদলে গেছে
বদলেছে আজ দুনিয়াটা !
পেয়েছি এখন অদ্ভুত জ্ঞান -
পাল্টে গেছে মনটা !
যেখানে আছি বর্তমানে -
এখান থেকে নিকটেই আছে
ভগবান আমার দরশনে !

====================
ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।