কেউ ছিল না
- সীমান্ত মুরাদ
এই আকাশ আমার ছিল না ৷
আমার ছিল না ব্রক্ষ্মান্ডের কোন কিছু ৷
আমি আকাশকে ভালোবেসে পেয়েছি কেবল মেঘ ৷
আমি তো মেঘ চাইনি ৷
অমাবস্যা চাইনি ৷
চন্দ্রগ্রহন চাইনি ৷
আমার চাওয়ায় হয়তো শ্লেষ ছিল , শ্লেষ ৷
মরণ উচাটন মন আমার আপন ছিল না ৷
ওরা হাসবে আজ আমায় দেখে ৷
আমার অতীত দেখে ৷
তাং :১৩ই ডিসেম্বর , ২০১৪ খ্রীঃ ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।