ভ্রান্তির কৌতুক
- সীমান্ত মুরাদ

পিচঢালা ঐ পথে ধূলোর গড়াগড়ি ,
ধূলো কণা ইউরেনিয়াম
হয়ে ভ্রান্তির কৌতুক করে ৷

ফুটপাতে নিউক্লিয় রিয়েক্টর তার শৃঙ্খলা মানছে না ৷
আপনারা রাশিয়ান
ইলিচ লেনিনকে
ডেকে আনুন , গুটিকয়েক পরমাণুবিদসহ ৷

দূর্বাঘাস আজ সভ্যতা
ছেড়ে অসভ্যতার
অভয়ারণ্য ঢাবির
প্রাগৈতিহাসিক বাংলা নিকেতনে
এসে পথ অবরোধ করেছে ৷

বাংলা পান্ডুলিপি
সংরক্ষীত জাদুঘরে ৷

দূর আকাশে মহাশূন্যচারীরা ঈশ্বর হনন মিশনে গিয়েছে ৷

পিচঢালা ঐ পথে ধূলোর গড়াগড়ি ,
ধূলোকণা ইউরেনিয়াম
হয়ে ভ্রান্তির কৌতুক করে ৷

তাঃ ২৩ ডিসেম্বর , ২০১৪ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।