হে ঈশ্বর
- সীমান্ত মুরাদ

ওরা স্বার্থপরতার নামে
গেয়ে গেল যে গান ,
ঐ সুর আমায় ভুলিয়ে দাও ঈশ্বর ৷

ওরা সুখ শিকারের নামে
পাপিষ্ঠ যে তীর ধনুক
কাধে নিল ,
হে ঈশ্বর !
আমার হাত হতে
তুমি গুন টানার শক্তি কেড়ে নাও ৷

ওরা হৃদয়ের প্রেম
বলে যা আখ্যায়িত করে,
হে ঈশ্বর !
তাতে তুমি কামের
নিরাভরণ দিও না ৷


তা: ২৩ ডিসেম্বর , ২০১৪ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।