গ্যাসটিক
- সীমান্ত মুরাদ
এক জ্বলন্ত বিসুভিয়াস
এর বসবাস
আমার হৃদ সমুদ্রের খাদে ৷
তার অনিয়মিত ছলকে উঠা লাভা আমায় ভীষন
কষ্ট হাঁকে ৷
কিন্তু চিকিৎসক আশার
বাণী বয়ান করে ,
কিংবা এই কলিকালিক
চরাচরে ,
একে বলে গ্যাসটিক ৷
মনের গ্যাসটিক যে
আরোগ্যহীন ,
তা গৌতম বুদ্ধের
অখন্ডনীয় দর্শন ৷
এই আরোগ্য কি
বৈরাগ্যে মিলে ?
বিসুভিয়াসে চমকায় পিলে !
তা: ২৫ ডিসেম্বর , ২০১৪ খ্রীঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।