ক্ষুধা নেই
- সীমান্ত মুরাদ

আকাশের কোনে এক
জলধারার দ্বীপ ৷
কিন্তু কোথায় সেই জলধারা !

উদ্ভট কিছু তথ্য মিছে কিছু সত্য লোম
গহ্বরে এটে আছে৷

কিংবা ক্ষুধা নেই ৷

ক্ষুধা নেই সদ্য প্রসূতি
মাদী কুকুরের ৷

ক্ষুধা !
ক্ষুধা এক অশান্ত লোহিত
সমুদ্রের অবমোহিত
কথন ৷

তারপর ৷

আজ আর ক্ষুধা নেই ৷
ক্ষুধা নেই সিঁথির আবীর হয়ে যাওয়া তরুনী বিধবার ৷

তৃষ্ণা নেই শোকার্ত সন্তানের ,
যে করেছে পান
মৃত জনকের মুখরপাখি ৷

ক্ষুধা এক হাস্যকর
গতি ৷
যা কবিতার অপ্রয়োজনীয় যতি ৷

______
তা: ২৫ ডিসেম্বর , ২০১৪ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।