বাস্তবতা
- সীমান্ত মুরাদ
বেঁচে থাকার ক্লান্তি কাটাতে ,
তোর কোলের স্নিগ্ধতায় হারাতে ৷
এক কাপ করে নিই বিষপান ,
দেহটা দিই
অসীম হোক প্রাণ ৷
চলে যাই নরকে
কি লাভ হবে বেঁচে ?
আটপৌড়ের মোড়কে ;
এঁটে থাকে যেচে ৷
আমি যাই
তুই থাকিস
সহসাই
দূরে রাখিস ৷
চললাম ৷
তা: ৭ জানুয়ারী , ২০১৫ খ্রীঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।