হালকা কষ্ট
- সীমান্ত মুরাদ

কবিতার প্রতি কবিতার প্রতিশোধ ,
শব্দগুলো আজ পথে
করে অবরোধ ৷

আত্মার প্রতি হৃদয়ের
হলদে ক্রোধ ,
ছাতার উপর ঝরে
পড়ে সোনালী রোদ ৷

এই লেখার পর কলম দিচ্ছি বিসর্জন ,
কলম নয় মলম সয়
এই জগতের অর্জন ৷

বিদ্রোহ কুমারের
অতীব নির্মম গর্জন ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।