প্রেতাত্মার ক্রন্দন
- সীমান্ত মুরাদ
ভালোবাসোনি কভূ বলেছ বারংবার ,
মৃত্যুর পর , কি প্রয়োজন কাঁদবার ৷
আজ দেখো সমাধি পরে দূর্বাঘাসের চাদর ,
বাজ ঈগল চোখ পাকায় ; ঈষৎ হাসে বাদর ৷
যে আঙুল আমার ছুয়েছিল রেশমী চুল ,
প্রাণহীন শবে শেয়ালের কামড়
দিয়েছে পাপের মাশুল ৷
হাঁসীর পরে হাঁসের
আজও অবাধ উঠা বসা ,
সেইটিতে পাপ নেই হায় !
মনুষ্য মাঝেই গোস্বা ৷
ঈশ্বর ! পরিত্রান দাও
রেখো না সিজ্জীনে ,
পূণ্য করো যাচাই বড়ো
পাঠাতে হায় ইল্লিনে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।