প্রিয়ংবদা
- সীমান্ত মুরাদ

এই একটা কথা প্রিয়
অকপটে জেনে নিও
যেদিন থাকব না আর,
সাজবে তুমি বধূ বেশে
এই আমারি শ্রাদ্ধ শেষে
অন্য কারো দু হাত হবে তোমার কন্ঠহার ৷

থাকবে উঠোন ধানে ভরা
রোদ আসবে দারুন কড়া
আঙিনাতে হবে না ফেরা কাঁধে নিয়ে হাল ,
নূতন মানুষ করবে আদর
দুটি দেহে একটি চাদর
গাঙে নতুন ছুটবে তরী উড়বে না আর পাল ৷

এইতো আমি আগের মতোই যাচ্ছি বহু দূরে ,
বাজবে বাঁশি নূতন করে নূতন প্রিয়ের সুরে ৷


তা: ১৩ই জানুয়ারী , ২০১৫ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।