কারারুদ্ধ কবিতা : ০২
- সীমান্ত মুরাদ
ধর্ম মানেই কুসংস্কার
ধর্ম মানেই হত্যা ,
নাস্তিকতার মদে বরফ সম
আস্তিকতার সত্বা ৷
নাস্তিক যে সমাজ সেবে
নিজেরেই মানে ঈশ্বর ,
সকল ঘৃনা বুর্জোয়া ঘিরে
গরীবই দুনিয়ার অধিশ্বর ৷
ধর্মের কলে ক'জনই চলে ,
মুহাম্মদের বাণী কেই বা বলে ?
বুদ্ধজ্ঞান শুদ্ধ তাপস
অশোক ছাড়ে যুদ্ধ ,
ডেমোক্রীট মৃদু হাসে
কম্যুনিস্ট দূরাকাশে
আই,এস বেজায় ক্রুদ্ধ ৷
মুসলিম নারী ঘোমটা টানে চোখে আঁকে কাজল ,
স্তন তার হিমালয় দৃশ্য শূন্যে ভাসে আঁচল ৷
মুহাম্মদের ধর্ম
বিষম নিকম্ম
ইহুদীর গলায় সুর ,
মালালা পাক ললনা
মুসলিমিত্বের ছলনা
মুজাহীদ নাকি অসুর !
বৌদ্ধ ভিক্ষুক মুসলিম খায়,
মায়ানমারের মুসলিম জাহাজে পালায় ৷
জীব হত্যা আনে পূন্য !
বুদ্ধ এখন হলুদ বসনে
গালে হাত মনক্ষুন্ন ৷
যীশু কেন অবুঝ শিশু
ক্রুশ বিদ্ধ হয়ে ঝুলে ,
ঈশ্বর পুত্র আজব সত্বা মুজিজা এখন শূলে ৷
ওরে ! ধর্মেই বড়াই চুকে বুকে গেছে
একুশ শতকের ঘ্রানে ,মুসলিম নারী হিন্দুর
পুরুষ লিভ টুগেদারও জানে ৷
ধর্ম ধর্ম করিস ওরে কোথায় তোর ধর্ম ?
শিবিরলীগ স্বর্গ যাচে
গরীবের পুড়ে চর্ম ৷
তা: ২০ জানুয়ারী , ২০১৫ খ্রীঃ ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।