বোঝার চেষ্টা
- আল মামুন মাহবুব আলম - নীল জোছনা ও দুইটি শালিক ২০-০৫-২০২৪

করতে করতে বোঝার চেষ্টা
মিটেনা কেনো যে বোঝার শেষটা ।।

বুঝতে বুঝতে হচ্ছি অবুঝ
কাটছে সময় তবু সে সবুজ ।
সবুজ থেকে সবুজতর
জমছে মনে অবুঝ চর।

অবুঝ চরে সবুজ রাগ-
অনুরাগের ভীষণ তেষ্টা ।।



ঢাকাঃ১৯/১১/২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।