আসবে সেদিন
- সৌম্যকান্তি চক্রবর্তী

জানি জানি প্রিয় আসবে সেদিন -
অশ্রুসজল চোখে আসবে ফিরে
আমার মনের ঘরে -
বলব দুজনে মনের কথা !
জানি আসবে ফিরে হৃদয়কুঞ্জে -
সকল বিরহ হবে বিলীন ;

নব নব চেতনায় আর গানে -
ঢেউ তুলবে এ প্রাণে !
ব্যাকুল আমার হৃদমাঝারে -
স্থিতি হবে সেই দিন -

যেদিন তোমার সব অভিমান ,
আমার স্পৰ্শে হবে ম্লান ;
সেদিন এসো মোর পৃথিবীতে ,
ভরিয়ে দিয়ে জীবনের গীতে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।