বৈশাখী বাতাসে
- সৌম্যকান্তি চক্রবর্তী

বৈশাখী বাতাসে দোলা
লাগে এ প্রাণে -
নববর্ষ এলো যে আজ
নব নব আহ্বানে !
খুশির মেজাজ ছড়িয়ে
পড়ে ছন্দে সুরে ও গানে !

নববর্ষ এলো যে আজ ..

বাতাসে বাতাসে খুশির আবেশ
শেষের গান তো গাওয়া হল !
নতুন এসেছে নব কলেবরে
পথ চাওয়া আজ শেষ হল !

বৈশাখী এল নতুন আমেজে
ছন্দ সুরে গান বাজে ;
কবিগুরু এসো মোদের মাঝে ;
শান্তির সুর বিরাজে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।