» পাঁচটি লিমেরিক-২৭
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-১৩১ (অন্যের ভালো যারা চান)
নিজের কথা না ভেবে যারা করেন শুধু পরের ভালো
মহৎ সেই ব্যক্তি ছড়িয়ে দেন সর্বত্র-ই জ্ঞানের আলো
তাদের মধ্যে থাকে না হীনতা
স্বার্থ, সংকীর্ণতা আর দীনতা
মহৎ ব্যক্তিরা দেশ ও দশের কল্যাণে দূর করেন কালো।
(6 December 2014)

লিমেরিক-১৩২ (চলে গেলেন কাইয়ূম চৌধুরী)
বলা হলোনা হায়! শেষ কথাটি তার বুঝি আর
হঠাৎ চোখের সামনে নেমে আসল ঘন আঁধার
গুণি শিল্পী শত পদকপ্রাপ্ত
না ফেরার দেশে যে চিরসুপ্ত
শ্রদ্ধা ভালবাসায় স্মরণীয় হবেন বারবার।
(1 December 2014)

লিমেরিক-১৩৩ (ঘুষখোর বস)
বনে গেলে ঘুষখোর একবার, অফিসের বস
সাথে সাথে নামে স্বভাব চরিত্রে ধ্বস
সুন্দরী রমণী হয় যে পিএ
অবৈধ সম্পর্কে জড়ায় গিয়ে
ঘোষখোর বস ঝরে পড়ে সদা রঙ্গ রস।
(4 December 2014)

লিমেরিক-১৩৪ (দুর্নীতিতে সয়লাব দেশ)
চৌদ্দতম স্থানে এবার দুর্নীতিতে বাংলাদেশ
দুর্নীতিতে নিছে সকল বড় বড় নেতার কেশ
কোন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত!
কোন মানুষের মন নীতিযুক্ত
স্বাস্থ্য, শিক্ষা, মসজিদ মন্দিরেও যে দুর্নীতির রেশ।
(3 December 2014)

লিমেরিক-১৩৫ (বাংলাদেশ ইংল্যান্ড ০২-১২-২০১৪)
এর চে আনন্দ মুহুর্ত কি হতে পারে ভাই
ধবলধুলাইয়ে জিত পেলাম যেন আমরা সবাই
জয় ট্রফি হাতে দুই অধিনায়ক
খুশির গানে মাতল বাংলার গায়ক
এমন জয়-ই যেন আসে বারবার, জিত-ই যে চাই।
(2 December 2014)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।