» পাঁচটি লিমেরিক-২৬
- কাজী ফাতেমা ছবি
লিমেরিক-১২৬ (বয়সি মা)
পান-চুন খেয়ে বুড়ির ঠোঁট দুটি লাল
হাসিতে দাঁত নেই ভাঙ্গা দুটি গাল
সুভাষী জর্দার মিষ্টি ঘ্রাণে
আনন্দ বুড়ির মনে প্রাণে।
বুড়ি ধরে আছে সভ্যতার হাল।
(12 December 2014)
লিমেরিক-১২৭ ( সময়ে কেউ খবর নেয় না মুক্তিযোদ্ধাদের)
অসহায় মুক্তিযোদ্ধাদের খবর নেয় যে সবাই ডিসেম্বরে
পত্রিকা-খবরে শিরোনাম স্বপ্ন ভাসে তাদের অম্বরে
খবর নেয় না তো কেউ বছর জুড়ে
অসহায়রা পথে পথে ঘুরে
নি:শ্বাসটাও নিতে পারে না যারা সারাবছর দম ভরে।
(11 December 2014)
লিমেরিক-১২৮ ( তেলবাহী জাহাজ ডুবি)
তেলবাহী জাহাজ ডুবে ডেকে আনল বুঝি অভিশাপ
জয়মনি ঘোল এলাকার মানুষের মনে কষ্টের উত্তাপ
নদী নালার পানিতে তেলের বিস্তার
মৎস্য-হাঁস-মানুষ পাবে নাতো নিস্তার
প্রকৃতি আর হাওয়ায় নেমে আসল হায়! কোনসে এ পাপ।
(10 December 2014)
লিমেরিক-১২৯ (মদখোর)
খেয়ে ফেনসিডিল হেরোইন মদ আর গাঁজা
মাতালরা নিজে নিজে ভাবে সে রাজা
না খেয়ে বুঝি মাদক
হওয়া যায় না কি সাধক?
সাধকদের ধরে দেয়া হোক কঠিন সাজা।
(9 December 2014)
লিমেরিক-১৩০ (নেটের গতি চাই)
থ্রিজি আর যে জি-ই আসুকনা কেন ভাই
ডিজিটাল যুগেও নেটকে কচ্চপেই পাই
লোডিং কিংবা বাফারিং
ওয়েটিং আর ওয়েটিং
এই বছর নেটের গতি বাড়ানো-ই চাই।
(8 December 2014 )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।