» যদি চলে যাই.... (হাইকু)
- কাজী ফাতেমা ছবি

হ্যা, যাই যদি
চলে তুমি কাঁদবে
কি নিরবধি?

নিয়ে আনন্দ
সকল স্মৃতি হাসি
হারাবে ছন্দ?

পাড়ি দিবো যে
একাই অজানায়
নিবে কি খুঁজে?

যাবার বেলা
সব সুখ ছিনিয়ে
ভাঙ্গবো মেলা।

হবে যে নি:স্ব
শূন্য তুমি একাকি
রবে অস্পৃশ্য।

কেমন হবে
তোমার হতে দূরে
একাই রবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।