কে কে যাবে বৈশাখী মেলায়
- কাজী ফাতেমা ছবি

জমবে মেলা পথে পথে
সাজবে রঙ্গিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।

লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।

হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।

পাতার বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।

ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মণ্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।

বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।