তোমরা পান্তা খাও আমি খাব না
- কাজী ফাতেমা ছবি
তোমরা যাও বৈশাখি মেলায়
আমি যাব না
ভীড়ের মাঝে ঠেলাঠেলি
আমি পারব না।
হেঁটে হেঁটে ক্লান্ত হতে
পারব না এ বেলায়
সেল্ফি তুলে পোস্ট করো
গিয়ে প্রাণের মেলায়।
আমি থাকব ঘরের কোণে
তোমরা তখন কইরে
শোভাযাত্রায় গিয়ে তোমরা
করবে যে হই চইরে।
আনন্দটা থাকে যেনো
পরিসীমার মাঝে
অতিরিক্ত মজায় মেতে
মরো নাকো লাজে।
ইলিশ তোমায় খেতে হবে
এমন কথা নয় গো
কুসংস্কারে মেতে থাকলে
জীবনে যে ভয় গো।
পান্তা তুমি রাখতে পারো
রোজ রোজ প্রভাতে
১ তারিখ খেতে হবে ক্যান
বৈশাখি সভাতে!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।