» সমঝোতায় জীবন হয় সুন্দর.......
- কাজী ফাতেমা ছবি
হারাও তুমি হারাই আমি
কোন সে কথার আঁড়ালে
কথার পিঠে কথা বললে
বেঁকে কেনো দাঁড়ালে?
এটা বলি সেটা বলি
মনটা তোমার ভরে না
গুমরা মুখে চাঁদের মতো
হাসির আলো ঝরে না।
জ্ঞানী তুমি বোকা আমি
চুপটি মেরে থাকিনা
ভয়ের ছোটে চোখে তোমার
চোখটি কভু রাখিনা।
হাসি আমি বেজার তুমি
চব্বিশ ঘন্টা থাকো যে
চোখে মুখে আর কপালে
চিন্তার রেখা রাখো যে।
উদাস তুমি কবি আমি
জীবনের কথা লিখি
তোমা হতেই আমি বুঝি
উদাসীন হতে শিখি।
তুমি বলো আমি বলি
আলোচনাতে আসি
সমঝোতায় সুখি জীবন
হোক ভালবাসাবাসি।
(26 November 2014)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।