» এত ক্ষোভ ভাল নয় গো.......
- কাজী ফাতেমা ছবি

আক্রোশের মাত্রাটা একশ আশি ডিগ্রি ছাড়িয়েছিল
ঝালের ঝাঁঝ অসহ্যের সীমানায়,
কথায় কথায় তিক্ত কথন ঝরে পড়ছিল তখন
রক্তবর্ণ চোখে চোখ রাখা দায় ছিল
যেন আগুনের ঊৎগীরণ।

বিস্ফোরণ ঘটবে যখন তখন বুঝতে পারছিলাম...
এতটা ক্রোধ আমার উপর
নমুনা যখন আসল চোখের সামনে
আমি বোবার আকার ধারণ করলাম।

অনিমিখ দৃষ্টিতে অবলোকন করতে করতে ভাবলাম,
এই একটাই দোষ তোমার জন্য
মহামারী ডেকে আনলো, অহ নো!!

দুচার কথা দিয়ে কাব্য সাজাই
কাব্যের বাগান করি
রোজ একবার কাব্যের বাগানে পানি ছিটাই বলে
অথবা......
প্রতিদিন সাঝে প্রাতে কাব্যের বাগানে পায়চারি করি,
গুনগুন গান গাই, প্রজাপতি ফড়িং উড়াই আর
কাব্যের আকাশে একশ দুই রঙ্গা ঘুড়ি উড়াই রোজ বিকেলে...
একান্তই আমার পৃথিবীতে কল্পনার ঝাল বুনি
এক হাতে এক মনে, তাই বুঝি!!
তোমার এতটা ক্ষোভ এই নাদানের উপর।
সত্যিই আমি বিস্মিত আজ তোমার ঝাঁঝালো কথার ঝড়ে
আমি উড়ে গিয়ে বসে আছি কাব্যবাগ গাছের মগডালে।
(19 November 2014 at 00:04)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৪-২০১৫ ০৯:৪৫ মিঃ

সুন্দর