» ঐ বুঝি নামল বৃষ্টি.........
- কাজী ফাতেমা ছবি

উদাস উদাস ভাব নিয়া শুয়ে থাকা বিছানায়
অজান্তে পা রাখি টলটলে পানির মিছা নায়।
আঁখি হলো ছলছল; বুকে বাজেরে নিরাশা
চারিপাশে জল থৈ থৈ; মনে লাগে তিয়াশা।
জলে মিটে না তিয়াশ হায়; চায় কি সে কে জানে?
কান যে স্থির; দুর হতে ভেসে আসা করুণ গানে।
আকাশ কালো করে বুঝি নামল বৃষ্টি ঝুম ঝুম
ভাবনায় ছেদ পড়ে; চোখে নেমে আসে বেঘোর ঘুম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।