» অল্প হলে বেশি বাজাও........
- কাজী ফাতেমা ছবি
তোমরা যদি ভুলে যাও
আমি ভুলি না
তোমরা একা চললেও
একা চলি না।
সুখের বুলি শুনে যাও
দু:খের বুলি না
সুখ দু:খে দুলি আমি
সুখে দুলি না।
স্বার্থের মাঝে ঝুলে থাক
আমি ঝুলি না
গোপন কথা মনে রাখি
মুখটা খুলি না।
একটু হলে দুর্নাম তুলো
ভুলেও তুলি না
চলার পথটা ভেজা আমার
মোটেও ধূলি না।
অল্প হলে বেশি বাজাও
আমি ঢুলি না।
সুখে দু:খে সঙ্গে আমি
বেশি বলি না
জীবনটাতো যুদ্ধক্ষেত্র
তামশার হুলি না।
(24 November 2014 at 13:09 · Dhaka)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।