» হে মানুষ তুমি কি বর্ষা অথবা শরৎ হবে?
- কাজী ফাতেমা ছবি

গ্রীষ্মের দারুণ দহনে স্তব্ধ বেলা;
নিঝুম অরণ্যে নিস্তব্ধ পাখ পাখালির,
চারপাশ ধূঁ ধূঁ মরুভূমি
গ্রীষ্ম তার রোষানলে পূড়ায় প্রকৃতি
পুড়িয়ে মারে আমায়...।

প্রকৃতি বিবর্ণ...
গ্রীষ্ম তার মাটি রসনায় ধরিত্রীর
রস শোষে মহাশূণ্যে উঠে যায়...
তীব্র আগুনের জ্বালা দিয়ে
গ্রীষ্ম হাসে হট্টহাসি।

তৃষ্ণায় কাতর পথিক আমি...
খুঁজে ফিরি একটু ভালবাসার
সুশীতল ছায়া....
গ্রীষ্মের তাপে বাঁচি কিন্তু
মানুষের কথার তীক্ষ্ণ জ্বালায়
জ্বলে জ্বলে নি:শেষ হই ক্রমশ:।

মানুষ তুমি গ্রীষ্ম নয়, হও
সজল বর্ষা, কাঁদ; কাঁদাও
অসহ্য তৃষ্ণার নিবারণের ভার দিলাম
আজ মানুষ তোমার হাতে।

দূর-দিগন্তে ধূসর আকাশের বুকে
থোকা থোকা শুভ্র মেঘ হয়ে
ভাসিয়ে নিয়ে যাও ভেলায় করে;
হে মানুষ তুমি কি বর্ষা অথবা শরৎ হবে?
(Monday, 19 May 2014 at 22:52)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।