» রেসিপি হোক ভর্তা.......
- কাজী ফাতেমা ছবি

মাছ মাংস যা-ই খাই
লাগেনারে তৃপ্তি
সব কিছুই বিস্বাধে
নিভে খাওয়ার দীপ্তি।

শুনেন এদিক এসে
ও মশাই ও কর্তা
রেসিপিতে রাখব?
কয়েক পদের ভর্তা।

মাছ ভর্তা ডাল ভর্তা
সাথে থাকুক আলু
খেয়ে দেখবেন তবে
লাগছে কি যে ভালো।

মাছ মাংসে মিটে না
হরেক ভর্তার স্বাদ আর
বিরিয়ানি পোলাও
চলে যে এক আধ বার।

বাঙালিয়ানায় আজ
রেসিপি হোক ভর্তা
তৃপ্তির ঢেঁকুর তুলে
হাসবেন ঘরের কর্তা।
(7 নভেম্বর ২০১৪ 16:48)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।