» কপি পেষ্ট.....জীবন
- কাজী ফাতেমা ছবি
দিনমান ধরে মেঘলা আকাশ...
আঁধার করা দিনে ঝরছে তো ঝরছেই
অবিরাম বারিষে থেমে নেই পথচলা।
বসে নেই ঘরে কর্মব্যস্ত মানুষেরা..
কোলাহলে বসে আছি বর্ষন সাথি করে।
গল্প গুজবে মত্ত মানুষদের মুখে হরেক রকম বুলি,
সমস্যার অন্তর্জালে আবদ্ধ অধিকাংশ...।
কান পেতে শুনি সমস্যা, সুখের অনুরণন;
কি হলো, না হলো ঘরে
রান্নাই বা কি হলো
কে কি খেলো!
অভিজ্ঞতার নেই শেষ, নেই সীমা,
ভাবছি বসে, ঘরের কোণে লুকিয়ে থাকাই সুখ নয়।
সন্তানদের মানুষ করা, সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে,
অভিভাবকদের কত ত্যাগ স্বীকার,
হাজার ব্যস্ততার মাঝেও সন্তানরা উর্ধ্বে;
ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী হয়ে উঠবে একেকজন।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে ...
যার যেমন ইচ্ছে জীবন সাজাবে শুধু নিজের জন্য,
কেউ হয়তো স্বীকার করবে অভিভাবকের ত্যাগের কথা
ভুলে যাবে হয়তো বা কেউ...।
বুড়ো বয়সে নির্নিমিশ দৃষ্টিতে
তাকিয়ে থাকবে সীমাহীন পথপানে হয়তো কেউ।
সময় ফুরাবে একদিন সন্তানরাও হবে অভিভাবক,
কপি পেষ্ট জীবন ছুটবে একই দিশায়...
কালচক্রে বয়ে চলা জীবন জন্ম থেকে জন্মান্তর অপেক্ষায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।