মন কথনিকা-(৫৬-৬০)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা-৫৬
মনটা আজ বড়ই উদাস ভাল্লাগে না কিছু
বিষন্নতার রোগটা কেন ছাড়ছে নারে পিছু
কোন কাজে মন বসে না, নেই যেন কি
মন চায় আমার একা কোথাও পাড়ি দি।
(10 December 2014 )

মন কথনিকা-৫৭
ভালবাসার যোগ্য হয়তো আমি কেউ নই
তবু ইচ্ছে জাগে মনে তোমার কেউ হই
বিমুখ হয়ে থাকো বলো তো কেমনে সই
আসবে কাছে ধরবে হাত অপেক্ষাতে রই ।
(9 December 2014)

মন কথনিকা-৫৮
দিনভর কত রকম ব্যস্ততা ঘিরে ধরে আমায়
শেষ বিকেলে গিয়ে যেনো ব্যস্ততা আমায় থামায়
কত কিছু করার ছিল দিনভর, ভুলে গিয়েছি
সব ভুলে ব্যস্ততাকেই মাথায় তুলে নিয়েছি।
(8 December 2014)

মন কথনিকা-৫৯
বেঘোর ঘুমে স্বপ্ন কপাট খুলে দেখি তুমি দাঁড়ায়ে
পালাবে বলে আমায় নিয়ে দিয়েছ যে হাত বাড়ায়ে
যাবে কোথায় নিয়ে বলো আমায় সাগরে না পাহাড়ে
মঙ্গলে, চাঁদের বুকে বানাতে যদি বাড়ি আহারে!
(7 December 2014)


মন কথনিকা-৬০
দিবস গেল রাত্রি আসল ঘুমের তো দেখি হয় না শেষ
এত ঘুমিয়ে আউশ মেটেনা, কাটেনা ঘুমের রেশ
অই তোমার চোখের পাতায় চেপে বসেছে কি ঘুম রাণী
চোখ মেলে দেখ দাঁড়ায়ে আছে তোমার প্রিয়া হানি।
(6 December 2014)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।