মনের গতিপথ
- সৌম্যকান্তি চক্রবর্তী
কে বোঝে আমায় এই দুনিয়াতে ?
বোঝার চেষ্টা করে নিরন্তর -
আমার মনের গতিপথের সাথে ,
সবার গতির কত অন্তর !
বাস্তব পৃথিবীতে কতই মানসিক খেলা -
বুঝেও বুঝি না ভেবে ও পাই না ,
কত রঙের মনের মেলা !
চাইছি যা তা পাচ্ছি কোথায় ?
তেমন সুহৃদ আছে কজন -
কথায় কথায় মাত করে দেয় ;
দেখায় শুধুই কথার ওজন !
কাজের চেয়ে দেখনবাহার -
কাজের ঘরে ফাঁকি ;
আমি কি তা আমিই জানি !
আর কেউ জানে তা কি ?
পলাশ ফুলের রঙের বাহার ,
দেখেই মজে লোকে -
গন্ধহীন এই সৌন্দৰ্যের
গন্ধ কজন শোঁকে !
পৃথিবীতে হায় এই দস্তুর ,
তেলের মালিশ করো ;
সোজা কথার যুগ নেই আর !
পারলে মাখন মারো ;
যতই করো মান সম্মান ,
তোমার কদর নেই ;
মিথ্যে কথার বেসাতিদের
প্রতিষ্ঠা সমাদরেই !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।