একদিন বলেছিলে 'তোমাকে চাই'
- আরিফুল হক দ্বীপ - এখনো লিখি কবিতা তোমার শিরোনামে
যে ভালোবাসা জন্মেছিলো কিছু মুহূর্তকে ঘিরে
কর্পূরের মতো সব উবে গেছে আজ,
সব গেছে হারিয়ে-
নীল শূন্যে অজানায়।
শুধু কিছু পড়ে আছে স্মৃতি,
জোছনা রাত,
বকুল তলা
তোমার হাত আমার ছোঁয়ায়,
একদিন বলেছিলে, 'তোমাকে চাই।'
২৩/১২/২০১২
ময়মনসিংহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।