"ঘুমিয়ে আছে দেশ"
- আরিফুল হক দ্বীপ
"ঘুমিয়ে আছে দেশ"
_____আরিফুল হক দ্বীপ
ঘুমিয়ে আছে দেশ,ষোল কোটি মানুষের,
একজন লিটন নন্দী একলা পারে নাকো
অসংখ্য হায়েনার দাঁত ভেঙ্গে দিতে,
তবু দেখেছি তার দুঃসাহসিক ভূমিকা
লড়াই করে গেছে বীরের বেশে হাতের শক্তিতে,
করেছে যতটুকু সাধ্য ছিলো তার
নিজের গায়ের জামা খুলে বাঁচিয়েছে
ছিন্নবস্ত্রের নারীর সম্ভ্রম।
তবে আর কই লিটন নন্দীরা?
সোনার দেশের সোনার ছেলেরা,
একটাও আর এলো না কেন ওই চত্বরে?
রঙ্গ দেখেছে,
নারীর বিবস্ত্রা শরীরের লোভ যেন সবার।
তবে কি এ দেশ আজো হয়নিকো স্বাধীন?
পড়ে আছে একাত্তরে?
সেই বিভীষিকায়?নারীর নিরাপত্তাহীন জীবন,
ব্যঘ্র থাবা থেকে হরিণীর লুকিয়ে পথচলা জীবন।
কবে তবে হবে স্বাধীন?
নারীরা চলবে পথ বাঁধা-বিঘ্নহীন??
২১/৪/২০১৫
ময়মনসিংহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।