"টিএসসিতে"
- আরিফুল হক দ্বীপ
টিএসসিতে সেদিন কী হলো?
টিএসসিতে সেদিন কী হলো??
টিএসসিতে সেদিন কী হলো???
বন্য মাংসাশীরা নেমে এসেছিলো মর্ত্যে নরকের
অগ্নি ফুঁড়ে,
ছদ্মবেশে মানুষের,অথচ
ওরা কেউ ছিলো না মানুষ,সভ্যতার নাশে,বিবেক
খোঁয়ারা
কবে বা হয়েছিলো মননের বাহক?
টিএসসির প্রান্তরে সাক্ষী হয়ে থাকা সদা প্রাণচঞ্চল
সত্যভাষী অগুনিত হরিৎ ঘাস,বৃক্ষ-ফুল কিংবা রঙ্গিন
প্রজাপতিরা,প্রশ্ন ছুঁড়ে দিলে এরা নির্দ্বিধায় যাবে
বলে
সেদিনের ওরা কেউ ছিলো না মানুষ।
মানুষ হলে তবে কেন ওরা ভঙ্গ করবে গুণ?
মেতে উঠবে বর্বরতায়?
চারদিকে যবে মাতম বর্ষবরণ,
অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে
ভুভুজেলা শব্দ তুলে নারকীয় মঞ্চে।
ছি,ছি,নারীর বস্ত্রহরণ!
সভ্যতারে রক্তাক্ত করে মিটিয়েছিলো স্বাদ
পৈশাচিকতার,
এইতো স্বাধীন দেশের নারী!
আজো ডানা মেলে ওড়ার আছে মানা,
আজো আবদ্ধ রবে বদ্ধ কুটিরে,ঘুরবে না শহরে
প্রাণখুলে হাসবে না কোনদিন বন্ধু-বান্ধবের
আড্ডায়,টিএসসিতে।।
১৯/৪/২০১৫
ময়মনসিংহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।