"অভিশাপ"
- আরিফুল হক দ্বীপ

যদি ঈশ্বর অভিশাপে কেনদিন-
ওই বর্ষবরণের কুৃলাঙ্গারেরা হয়ে ওঠতো নারী,আর
লাঞ্চিতারা দাড়ি গোঁফের বীর্যবান কোন পুরুষ।
শিশ্ন জাগ্রত হতো, ওদের পোশাকে
শরীরের আকর্ষণে,ছিঁড়ে ফেলতো বস্ত্র
উলঙ্গ করে ভোগ করতো জনতার ভীড়ে
কেউ আসতোনা বাঁচাতে তাদের,
হাসতো বসে বসে মানুষ,এমনকি পুলিশরাও শাড়ি চুড়ি
পড়ে চুপ করে থেকে হাওয়া খেতো সন্ধ্যার,শাস্তি
হতো না কোন,বেঁচে যেতো তারা নোংরা রাজনীতির
রক্ষা কবজে,
বুঝতো সেদিন ওরা-
সম্ভ্রম হানির কি ব্যথা,কতটুকু
অশ্রু চোখে কি শোকে তার বয়ে যায় নীরবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।