"আহ্বান"
- আরিফুল হক দ্বীপ

এসো না আবার মিলে যাই দুজনে,
শুরু করি মুঠোফোনে
প্রেমের লেনাদেনা।
রাত্রি ফুরায়ে যায় কেমন নিঃশ্বাসের
শব্দে,প্রণয় কথনে
গাঁথি মালঞ্চ ভালোবাসার,
একটু অভিমান হোক তা ক্ষণিকের,
ভুলে যাই মনের অমিল
ঘুচে যাক দূরত্ব,তোমার আমার,
বাঁধি সুখ আবার মিলনে,
এসো না আবার মিলে যাই দুজনে।।
১১/৪/১৫
ময়মনসিংহ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।