তুমি ও সারাবেলা
- আরিফুল হক দ্বীপ
তোমার নূপুরের রুনঝুন শুনতে শুনতে
কাটলো আমার ভোর,
তোমার হাসির চঞ্চলতায় পেরুলো
সোনা রঙ্গা প্রত্যূষ, অধর-স্পর্শে-
ভেঙ্গে গেলো অলস দুপুর।
তোমার চোখের ইশারার দুষ্টুমিতে
বেলা গড়ালো পশ্চিমের প্রান্তে,
আর তোমার গানের রাগিণীতে নেমে এলো
তন্দ্রা,প্রিয়তমা এই জোছনা রাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।