তুমি কিছু চাইলে না
- আরিফুল হক দ্বীপ

খুকু এসে চকলেট,চুইংগাম
নিয়ে গেলো তার,
বোয়া এসে নিলো পান,গুল
কৌটা জর্দার।
দারোয়ান এসে বললো,'স্যার,
আমার জন্যে?
নিউমার্কেট থেকে কেনা শার্টটা
গুঁজে দেই হাতে।
সবাই চাইলো,পাইলো সবই,
কোন কিছু চাইলে না তুমি।
শুধু কাছে এসে,বাঁধলে
হাতের বাঁধনে আমায়,
কপলে এঁকে চুমু বললে ভালোবেসে-
'ভালো আছতো?
পথে কোন হয়নিতো অসুবিধে?
খাওনি কিছুই আজ দুপুরে,
চলো ভাত দিই বেড়ে
ইত্যাদি ইত্যাদি...'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।