নখ
- আরিফুল হক দ্বীপ

নখের খামচিতে তোমার জ্বলছে অঙ্গ,
প্রিয়তমা আজ সারারাত্তির হলো না ঘুম
গিলেছি আ্যসপিরিন,তাও কমেনা ব্যথা।
গুঙ্গাচ্ছি তীব্র যন্ত্রণায়,তুমি এলে সন্ধ্যায়,
হাত ধরে দেখি,এ-কী নখ কই তোমার?'
তোমার শখের বস্তু,কেটে ফেললে যেন
এতো সহজেই, আমার জন্যে দিলে বিসর্জন।
এন্টিসেপ্টিকে মুছে ক্ষত চোখে খেলে জল,
বললে,-বেশ করেছি,নির্বাসনে দিয়ে
বিষের নখ,তুমি পাচ্ছযে কষ্ট,বুঝি
তোমার কষ্টে পুড়ে না আমার অন্তর।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।