স্বার্থপর
- আরিফুল হক দ্বীপ

কি এমন ভালো বেসেছিলে তুমি
স্বার্থের কাছে জলাঞ্জলি দিয়ে সব
চলে গেলে পরঘর।
আমায় করে কাঙ্গাল, আমার হাসি,
সুখ কোথ্থেকে বলো করি ধার?
সূর্য এখন সদা অস্তাচলে,
পুড়ে বুক হায় বিষাদের অনলে
মৃত্য উপত্যকায় পথচলা ধূসর জগৎ,
কি এমন করেছি ক্ষতি বলো
স্বার্থপর?
চলে গেলে আঙ্গুল ফসকে অন্য আশ্রয়ে
করো এখন পরঘর।
বড় সুখে বুঝি কাটছে জীবন,
স্বপ্ন ভাঙ্গে ভোরে তাকে সাথী করে
কাটছে ভালোক্ষণ।
আমার কেন কাটে না দিন,রাত ফুরোয় না,
জ্যোৎস্নাবিহীন অমাবশ্যায়-
নিভৃতে বিমূঢ় হয়ে থাকে মন সদা শয্যায়।
নেই যেন তার উত্তর,
ভেবেছিলে কেবল তুমি নিজেকে নিয়ে
একটুও ভালোবাসো নি মেয়ে স্বার্থপর,
চলে গেলে মৃত্যুর দুয়ারে ঠেলে
করছো তুমি আজ পরঘর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।