মাধবী ভালোবাসি
- আরিফুল হক দ্বীপ
চৈতালী ঝড় এসে বলে যায় কর্ণযুগলে
মাধবী সে আমার প্রেমিকা,
কি করছে এই বৃষ্টি ঝড়ের নাচনে?
বারান্দায় এলোচুলে?
নাকি সন্ধ্যায় ভিজলো ছাদে দাঁড়িয়ে একা একা,
আমার মন মানসী?
মাধবী তোমার কানে কানে
কি বলে যায় ঝড়ো মেয়ে?আমার কথা?
ভাবছি শুধু তোমার কথা,মুঠোফোনে নেই চার্জ
বিদ্যুৎটাও হঠাৎ জেদ করে বসলো,
তাইতো হয় নি আলাপন,
বাতাসের খামেই তাই পাঠিয়ে দিতে হলো
এই শীতল সন্ধ্যায়-'মাধবী তোমাকে ভালোবাসি।'
৪/৪/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।