সভ্যতার দাহ
- আরিফুল হক দ্বীপ
ওরা পশুর চেয়েও অধম,
ওরা বিবেকের গৌরব লভি
করেছে সভ্যতার দাহ,
টিএসসির মোড়ে-
জ্বলতে থাকে দাউ দাউ অনল,
নারীর আর্তচিৎকার;
সম্ভ্রম হানির বিভীষিকায়।
ওরা কামজাগ্রত চিত্তে
জানোয়ারের মতো দাঁত বের করে
অসহায়ত্বে অবলার মেখে
দিয়েছিলো কলঙ্কচিহ্ন;
যেন সভ্যতারই হলো মৃত্যু,
চারদিকে পোড়া গন্ধ তার দাহের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।