কৃতকার্য
- সৌম্যকান্তি চক্রবর্তী

পাকদণ্ডী বেয়ে জীবন চলে ,
চড়াই কমায় গতিবেগ অবিরত ;
মাঝে তো জ্বালানি ও নেই ,
তাই মন্থর হই সম্ভবত !

তদুপরি জলবায়ু প্রতিকূল -
নিঃশব্দে তবু ও পথচলা ;
মানিয়ে তাও তো নিতে হয় !
অদৃষ্টের হাতেই জীবনের খেলা ;

বাস্তবিক জীবনই তো বন্ধুর !
সুদূর যাত্রা তাই ভবিতব্যে ;
এবড়ো খেবড়ো রাস্তা বেয়েই ,
পৌঁছাতে হবে গন্তব্যে !

জীবনসরণি কাঁটায় ভরা -
রক্তক্ষরণ অনিবার্য !
সেই পথ পেরোবো যারা ,
তারাই আসল কৃতকার্য !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।