কুকুর
- আরিফুল হক দ্বীপ
সবাই বলছে কুকুর,
গিয়ে দেখি যুবতীর মৃতদেহ
কামড়ে,খামচি মেরে করেছে খুন দানবেরা।
রাতের আঁধারে লাশটা ফেলে রেখে গেলো
সদা সচল বড় রাস্তাটার উপর।
ভেবেছিলো হয়তো ট্রাক এসে পিষে-
মিশিয়ে ফেলবে পিচের ধুলোর সাথে,
লাশটা বেঁচে গেলো
এ ভীষণ নিকৃষ্টতার শিকার থেকে।
এখন হবে সৎকার তার।
কিন্তু এ-কী!লাশটা ছুঁতে চায় না কেউ,
বলছে সবাই নিষিদ্ধপল্লীর মেয়ে।
কেউ কাঁদলো না তার জন্য,
কুকুরের মরা দেখে কেউ কাঁদে না কখনো।
ওরাও তাই ভেবেছিলো,
মেয়েটা স্রেফ একটা কুকুর।
তবুও সেদিন কেঁদেছিলো কেউ,
ওই দূরের আকাশ,গাছের পাতা
সারাদিন বৃষ্টি হয়েছিলো মেয়েটির শোকে।
১৩/৩/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।