আঁধারের পথে
- আরিফুল হক দ্বীপ
বৌছি খেলা থেকে তারে তুলে নিলো বাবা,
খায়নি দুপুরে ভাত
পেটে জ্বলছে আগুন
তবু পাষন্ড বলে নি তারে-'
এক মুঠো ভাত খেয়ে নে মা তুই।'
হাটের পাশে নাকি আজ বসেছে আড়ং
সময় নেই,এক্ষুনি বেরুতে হবে।
লোভ দেখালো,
গরম গরম সমুচা পুরি দেবে কিনে।
তাই বাবার হাত ধরে পেরুলো গ্রাম,
বাঁশের সাঁকো মাড়ালো
আঁকাবাঁকা পথ ঠেলে উঠলো বাজারে।
'বাবা আড়ং দেখাবে না?
কি ভীষণ খিদা,কিছু খেতে দাও?'
মিথ্যে বলে এনেছে তারে
বুঝলো না হতভাগী,
সরল বিশ্বাসে এলো মানুষটার ধরে হাত।
পকেটে তার অভাব,
কি দেবে খেতে?
জুয়া বাজিতে ভেসে গিয়ে
পড়লো ঋণের ফাঁদে।
অনেক হাসিখুশি আজ সেই পুরুষের মন,
রাত্রে ফেরে বাড়ি মিটিয়ে দেনা।
সেই কচিমুখ রইলো কোথা?
মায়ের বুকের ধন,রেখে এলো কার কাছে?
দালালের সঙে মেয়ে,
চলেছে বহুদূরে,ডুবে যেতে আঁধারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।