রাঙ্গিয়ে দিয়েছিলাম সিঁথি তার
- আরিফুল হক দ্বীপ
চেয়েছিলো এই রাতটুকু যাই থেকে
কাউকে ডাকবে না আর,
ভোর হলেই মাথা তুলে দেবে
বালিশ থেকে তার।
শীতে জমে গেলে দেহ
জুড়ে দেবে চাদরটি।
তারপর প্রণত মস্তকে মাড়িয়ে কুয়াশা,
অন্ধ গলি ছেড়ে তাদের
দেখেছি আমি
উড়ে গেছে বিস্তৃত কুহেলিকা,
পৃথিবী ভরে আছে রোদ্দুরে।
তবু পাইনি খুঁজে শান্তি,
করুণ মুখটি তার বারেবারে উঠে ভেসে-
হৃদয়ের নিগূঢ় আয়নায়।
থালায় যতনে ধোঁয়া ওঠা ভাত তুলে
সেধেছিলো খেতে।
যেন কোন পরিচিত হাত ঠেলে দিচ্ছে থালা,
যেন তার কতো কাছের,কতো আপন হই,
রাঙিয়ে দিয়েছিলাম সিঁথি তার কোনদিন রাঙা
সিঁদুরে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।