কবি ও নারী
- আরিফুল হক দ্বীপ
নারী,
যখন আমার ওষ্ঠ ছুঁলো,
তোমার পায়ের আঙুল
বিব্রতবোধ করে বললে,
এ-কী করছো কবি?
ঘেন্না করলোনা,
পায়ে লেপে দিলে চুমু।
হেসে বললাম,কামনার চোখে-
তাকিয়ে ভোগ করবো শরীর?
সরল বিশ্বাসে তোমার
কি করে চালাই ছুরি?
তোমারেযে বড় ভালোবাসি নারী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।