আধুনিক প্রেম
- আরিফুল হক দ্বীপ
প্রেম দিবে?
.........................কি দেবে?
ছিঁড়ে দিবো বুক
.........................না,না হৃদয় চাই না।
তবে?
.........................স্ট্যটাস আছে?
.........................ধন দৌলত,চাকরি বাকরি
.........................কত বেতন পাও?
.........................এয়ার কন্ডিশন, গাড়ি বাড়ি আছে
কয়টা?
কিছুই নেই আমার,
অর্থের সাম্রাজ্য,বিত্ত বৈভব
কিছুই নেই।
শুধু আছে হৃদয়,
এইটুকু আমি দিতে পারি,
এর সুন্দর পূণ্য ভালোবাসা।
................................তাহলে ফিরে যাও প্রেম
তালাশী,
................................রাধা কৃষ্ণ,এই তটে আর নেই
পাশাপাশি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।