দুষ্টু কিশোর মন
- আরিফুল হক দ্বীপ

মনটি কয় ঐ যে গাছে ঝুনা নারকেল নড়ে,
পেড়ে সাদা শাঁসটি খাই,আচ্ছা মজা করে।
উদর পুরি শান্ত করি,ইচ্ছে করি সফল,
হবো তা না আসে যদি তোরাব মিঞার কবল।
চোরটি আমি সাজবো ওগো,যদি পড়ি ধরা,
ঘাড়টি ধরে বার করবে মায়,আমারেযে ত্বরা।
পাই না ভয় মনটি চায়,নারকেল গাছে চড়ি,
ছিঁড়ে আনি তাই ঝুনাটা,-বাপরে মরি মরি।
তোরাব মিঞার লাঠি হাতে,আমার দিকে অগ্নি,
দেখে ওরুপ ঝটকা নামি,মারি দৌড় অমনি।
খাই যে ভেঙে ঝুনা নারকেল, মিঠা করি মুখ,
চুরি করে খেলে রে ভাই,লাগে যে আসল সুখ।
২০/১০/২০০৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।