এখনো লিখি কবিতা তোমার শিরোনামে
- আরিফুল হক দ্বীপ

জানি তুমি আছো পৃথিবীর সবচেয়ে সুখে এখন,
চন্দ্রমল্লিকার ভেতর
ঝাউবনের উদার হাওয়ায়-
......................ওড়ে এখন চুল তোমার।
সবুজ ঘাস,বৃক্ষ পত্র পল্লব যেমন
শিশিরের নিঃস্বার্থ ভালোবাসায়-
...............পায় আরো নিখুঁত স্নিগ্ধতা
তুমিও আছো হয়তো তার উদার ভালোবাসায়
................এমনি বর্ণে,এমনি প্রাণবন্ত
................একটি প্রস্ফুটিত রাঙা গোলাপ।
আমি আছি ঠিক আগের মতন,
একটুও বদলায়নি আমার রং।
ইচ্ছে হলে-
একবার দেখো এসে
..........................এখনো বিকেলে ক্লান্ত ঢেউয়ের-
..........................তটিনীর ধারে;
মিঠে রোদ গায়ে মেখে,
এখনো বসে থাকি একা,
এখনো লিখি কবিতা তোমার শিরোনামে।
২৮/৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৬-০৫-২০১৫ ০১:৩৮ মিঃ

Sindor

০৫-০৫-২০১৫ ২৩:২০ মিঃ

Ovinondon. Darun likhechen.

০৪-০৫-২০১৫ ২১:৩২ মিঃ

কবিতাটি বাংলাদেশ কবি পরিষদ পেইজে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের সেরা কবিতা নির্বাচিত হয়।