লড়াই
- আরিফুল হক দ্বীপ

যদিও অন্ধকার,
পেছনে,সম্মুখে,ডানে বামে
পরতের পর পরত জমে আছে মেঘ-
মাথার ওপর আকাশটায়।
তারপরও কি যাবো থেমে?
মৃত্যুর মুখোমুখি হবো,সংশয়কে-
করবো পদদলিত।
চালিয়ে যাবো তবু লড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।