দুই মেরু
- আবু নাছের জুয়েল

এইতো গত বছর,
কিছু ভালোবাসার স্বপ্ন নিয়ে মালা গেথেঁ ছিলাম
ভেবেছিলাম দুজ 'ন মিলে ভাসবো মেঘে
চাঁদ তাঁরা সবি মোদের জ্বলবে আরো আলো নিয়ে
জৎস্না ভরা পূর্নীমাতে,নদীর জলে চাঁদের ছবি
মিলবো দুজন মোহনাতে,মোহনার ওই ঢেউয়ের সাথে

দিন বদলের পালাক্রমে,
দিনগুলো আজ হারিয়ে গেল
কালো মেঘের ধূসর ছায়ায়
চাঁদ তাঁরা সব রং হারালো
নীদির জ্বলের প্রতিচ্ছবি
স্মৃতি হয়ে পিছু টানে
মহনার ওই মিলন মেলায়
মিলছে আজ অন্যকেউ
তুমি আমি দুজনে আজ
দু দিকে তে দুই মেরু
একদিকে আজ সুখেরমেলা
অন্যদিকে দুখের খেলা৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।