মেঘের পালকে অবুঝবালিকা
- আরিফুল হক দ্বীপ

খুঁজি যাকে গহীনে এই নিশীথে একা,
বিছানায় আমার বেজে যায়-
তার হাত পায়ের অম্লান ধ্বনি।
সত্যি ওঠে বেজে,ঢেউ তুলে কানে
গায়ের সুগন্ধ তার মশারি কাঁপিয়ে হাওয়া-
করে যায় অনবদ্য চুম্বন।
তবু তার হাতের আঙুল,নক্ষত্রের মতো এখন অধরায়
কাঁদিয়ে যায় স্মৃতি-সন্ধ্যা,কফির পেয়ালা,
আর ওই ঝিরিঝিরি বাতাসের সৈকত
চুলে তার ডুবে থাকা মুহূর্ত,
কিংবা তার সেই অবুঝবালিকাবোধ;
সহজেই রেগে যাওয়া অভিমান।
বুকে রেখে মাথা ঐযে বলেছিলো শরতের রাতে,
এখনো পড়ে মনে-যদি হারাই কোনদিন তারে
ওইখানে যেন খুঁজি,ওই মেঘে,
এই শুভ্রতায় আসবে ফিরে অবুঝবালিকা আমার।
তাইতো খুঁজি আজো কাশফুলের কাল,
সেই শুভ্রতার রাত-মেঘমালা,
যে দেখছে আমায়,আমাদের মুখোমুখি-
আবার নিমগ্ন থাকি সেই অবিনাশী প্রেমে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।